শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় অবৈধ সেমাই কারখানা সিলগালা : ৫শ কেজি সেমাই ধ্বংস

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২০, ৪:৪৭ অপরাহ্ণ

রফিক বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা: 

ময়মনসিংহের তারাকান্দা অবৈধ সেমাই কারখানা ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও ৫শ কেজি ভেজাল সেমাই পুড়িয়ে ধ্বংস করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যট চিত্রা শিকারী তারাকান্দা (মধ্যপাড়া) গ্রামের একটি বাড়িতে অবৈধ সেমাই কারখানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। নোংরা পরিবেশে ভেজাল সেমাই উৎপাদন ও ভূয়া বি.এস.টি সীলমোহর ব্যবহার করা কারখানাটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৫শ কেজি নিম্নমানের ভেজাল সেমাই পুড়িয়ে ধ্বংস করা হয়। ভাম্যমান আদালতের অভিযান টের পেয়ে কারখানার মালিক,শ্রমিক পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালতে পরিচালনাকালে উপস্থিত ছিলেন,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মুন্জুরুল হক।

টি.কে ওয়েভ-ইন