সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় স্কুল ফাঁকি দিয়ে আদালতের বারান্দায় শিক্ষক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ আগস্ট, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ৩, ২০২২, ৭:৩২ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দা এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্কুল ফাঁকি দিয়ে আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। জানা গেছে, উপজেলার ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুল ফাঁকি দিয়ে জমাজমি সংক্রান্ত  মামলা মোকাদ্দমা
আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে।। এতে বিদ্যালয়ের পাঠ দান ব্যাহত হচ্ছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ওই শিক্ষক সরকারের নিয়ম নীতি তোয়াক্কা না করে  নিজের ইচ্ছে স্বাধীন মত  বিদ্যালয়ে আসা যাওয়া করছেন।
একাধিক শিক্ষার্থী জানান , উক্ত সহকারী শিক্ষক  প্রায়ই অনুস্হিত  থাকেন ।
 এ ব্যাপারে ধারাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা বেগম জানান, আজ (৩ আগস্ট বুধবার) সহকারী শিক্ষক গোলাম রব্বানী স্কুলে উপস্থিত হননি। এ বিষয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত ভাবে অবগত করিব।
উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম জানান, ছুটির বিষয়ে আমার কাছে কোন দরখাস্ত নেই, বিষয়টি অবগত হয়েছি এবং তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সহকারী শিক্ষক গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, বিষয়টি অবগত হয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।