রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় জিসি সড়কে সুরকি,বালি ফেলে ও মাটি খুড়েই ঠিকাদার উধাও

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দায় জিপি সড়কে ইটের সুরকি,বালি ফেলে ও মাটি খুঁড়ে ঠিকাদার উধাও হয়েছে।
জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের উপজেলার (কাশিগন্জ বাজার) – অম্বিকাগন্জ জিসি সড়কের বালিখা বাজার হইতে ঢাকিরকান্দা শেষসীমা পর্যন্ত ৪ হাজার ৮শ ৩০মিঃ সড়ক উন্নয়নের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডলি কন্ট্রাকশন কার্যাদেশ পায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ২০১৮ সনের ৬ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ওই সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্ভোধন করেন।
এরপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডলি কন্ট্রাকশন সড়কের কাজ শুরু করেন।
সরেজমিন ঘুরে দেখা যায়,বালিখা বাজার থেকে পারুলীতলা মাদ্রাসা পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ সড়কে বালি ও ইটের সুরটি দেয়া হয়েছে।
পারুলীতলা মাদ্রাসা হইতে ঢাকিরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায়  দেড় কিঃমিঃ সড়ক কার্পেটিং করা হয়েছে।
ঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ঢাকিরকান্দা শেষসীমা পর্যন্ত প্রায় সোয়া ১ কিঃমিঃ সড়কের মাটি খুঁড়ে ঠিকাদার দীর্ঘ ২ ধরে উধাও রয়েছে। ফলে পথচারীসহ স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
তারাকান্দা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ শফিউল্লাহ খন্দকার জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ডলি কন্ট্রাকশনের কার্যাদেশ বাতিলের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।