বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ইউপি সচিবের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার  ও অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : জুলাই, ৭, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গালাগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে  ক্ষমতা অপব্যবহার,  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই ইউনিয়ন পরিষদের সচিব সাইদুল হক আকন্দ’র বিরুদ্ধে ক্ষমতায়  অপব্যবহার,সেবা প্রার্থীদের  সাথে খারাপ আচরণ, জন্ম নিবন্ধন , মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সনদ প্রদানে অতিরিক্ত  ফি হাতিয়ে নিচ্ছেন।
পার্শবর্তী কাকনী ইউনিয়নের বাসিন্দা ওই ইউপি সচিব  সাইদুল হক আকন্দ।
দীর্ঘদিন প্রতিবেশী  গালাগাঁও ইউনিয়ন পরিষদের চাকরি করার সুবাদে নিজের ইচ্ছে মতো পরিষদ সাজিয়েছেন।
তার পছন্দের লোকদের ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত করণসহ সরকারি  সুবিধা দিছেন। ফলে সেবা প্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
 এ বিষয়ে ইউপি সচিবের সাথে মুঠোফোনে কথা হলে, তিনি অভিযোগ  স্বীকার করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ  আব্দুর রহমান  তালুকদারের মোবাইল নাম্বারে ফোন করলে দু’টি  নাম্বার  বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।