শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিতের নেতৃত্বে ইফতার নিয়ে গৌরীপুরের পথেপথে স্বেচ্ছাসেবক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ৫:৪৮ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবার গৌরীপুরে পথেপথে ইফতার সামগ্রী নিয়ে হাঁটছেন। করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় ৫টার পর সিংহভাগ দোকানপাট বন্ধ হয়ে যায়। ইফতারের দোকানও ৬টার মধ্যে বন্ধ! ফলে খেটে খাওয়া মানুষ, রিস্কাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতার সময়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জানান, সোমবার থেকে পথের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। আমরা গত ২দিনে সার্ভে করে দেখেছি, এই সময়টুকুতে পৌর শহরের রাস্তায় প্রায় দেড়-দু’শ মানুষ থাকেন। প্রথমদিনে ১৫০জনের ব্যবস্থা করেছি। পরবর্তীতে এ সংখ্যা, চাহিদা ও যোগান বিবেচনা করে বাড়ানো হবে।

পথের মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক হিসাবে ফজলে রাব্বী খান রিফাত, রানা সাহা, শেখ আব্দুল মোহাইমিন তনয়, সাব্বির আহমেদ রাসিক, শরীফুল ইসলাম চৌধুরী, রাসেল খান পাঠান, সায়েম খান, রিয়াদুল ইসলাম কাজ করে যাচ্ছেন।