শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ডেসপার কোকো দেখতে গৌরীপুরে দর্শকদের উপচেপড়া ভিড়

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৭, ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগ সোমবার (২৭ ফেব্রæয়ারি/২০২৩) ‘প্রাণিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফৌজিয়া নাজনীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বন, পরিবশন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ।

মেলায় পৌর শহরের কৃষ্ণপুর মহল্লার ইসলাম উদ্দিন সওদাগরের পুত্র শামসুজ্জামান দূর্জয়ের পোষাপ্রাণি ডেসপার কোকো নামের একটি বিড়াল নিয়ে হাজির হন। দিনভর তার স্টলে ছিলো শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের ভিড়। মেলায় সে প্রথম স্থান অর্জন করে।