শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ণ

বাহাদুর ডেস্ক :

সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলপথে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্ক সংলগ্ন স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। যশোর থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন সান্টিং করার সময় ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসছেন জানিয়ে বলেন, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগবে বলে রেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছেন।

এদিকে, মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় বঙ্গবন্ধু সেতুর উভয় দিকে কমপক্ষে ৮টি ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিপুলসংখ্যক মানুষ।

টি.কে ওয়েভ-ইন