বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সাকোঁ পারাপার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : মে, ১৯, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পল্লীতে খালের ওপর  ব্রীজ  না থাকায় শতাধিক  কোমলমতি ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দারা  ঝুকিঁ নিয়ে বাশেঁর সাকোঁ দিয়ে পারাপার  করছে৷
জানা গেছে, উপজেলার  কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা ও শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী হরিয়াতলা গ্রামের  কাফুরিয়া খালের ওপর  বাশেঁর সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে।
কামারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জানান জানান, স্থানীয়রা ওই খালের ওপর  বাশেঁর সাকোঁ নির্মান করে যাতায়াত করছে। এ খালের ওপর একটি ব্রীজ  নির্মান করা একান্ত প্রয়োজন৷
হরিয়াতলা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক আশরাফ আলী তুষার জানান, ওই এলাকার শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে  বিদ্যালয়ের আাসা যাওয়া করছে।  ১ম, ও ২য় শ্রেনীর ছাত্রছাত্রীদের পারাপার কষ্টকর হয়ে পড়েছে। যে কোন সময় বই খাতা নিয়ে পানিতে পড়তে পারে।