শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জেলা প্রশাসনের সহযোগিতা পেলো বন্যার্তরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৮, ২০২০, ৫:৩৩ অপরাহ্ণ

আর.কে রাজু- ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

ঈশ্বরগঞ্জের উচাখিলার মরিচারচর গ্রামের বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ময়মনসিংহ জেলা প্রশাসনের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা প্রশাসন।

আজ শনিবার বিকালে উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বন্যা কবলিত ব্রহ্মপুত্র নদের ভয়াল থাবায় উচাখিলার মরিচারচর গ্রামে ভিটে হারানো ৩৭ টি পরিবারকে ময়মনসিংহ জেলা প্রশাসন প্রদত্ত খাদ্য সহায়তা (ত্রিশ কেজি চাল) ও নগদ অর্থ সহায়তা ( প্রত্যেককে ২০০০/- টাকা) বিতরণ করা হয়েছে।

অসহায় পরিবারগুলোর মাঝে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম ও স্থানীয় মেম্বার মোস্তফা কামাল, শহীদ প্রমুখ।