বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জীবনকথন : সনজিত চন্দ্র দাস

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২০, ১২:৪১ অপরাহ্ণ
জীবনকথন
সনজিত চন্দ্র দাস
যে জীবন লাগেনি মানবতার কাজে
সে জীবনের মূল্য কি,সে তো বাজে!
যে ফুল লাগে নি দেবতার পূজায়
সেটা দিয়ে কি আর হয়,ভাবায় বেজায়!
যে মন বাসে নি কাউকে ভালো
তা কেমনে দূর করবে সংকীর্ণতার কালো!
যে আলো দূর করেনি কোন কালো
তা দিয়ে কেমনে জীবন প্রদীপ জ্বালো?
যে হাত লাগেনি কখনো পরোপকারে
সে হাত কেউ ধরে না, সকলেই ছাড়ে!
যে সম্পদ লাগেনি কখনো পরের দুঃখ লাঘবে
সেটার মূল্য নাই হোক না বোয়াল-রাঘবে!
যে চোখ দেখেনি কখনো পরের জন্য হিত
সে চোখ দেখবে না কখনো নিজের জিত!
যে প্রয়াস লাগেনি কখনো পরের ভালোতে
তা দিয়ে হবে কি এত গভীর কালোতে! (জীবনের অন্ধকার)
যে ভাবনা লাগেনি কখনো দেশের ও তরে
সে ভাবনায় কি পাবে তুমি শত স্বর্গ চড়ে!
যে জন্ম লাগেনি কখনো ভালোবাসার তরে
শতবারি বৃথা হবে তা হাজারবার ও মরে!
……………………………….
সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা
৩০.০৪.২০২০,সময়: সকাল: ৮ঃ৫৩।