বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুরে সাড়ে ১৯ লাখ নতুন বই বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২০, ১১:১৪ পূর্বাহ্ণ

জামালপুর প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে জামালপুরে সরকারি-বেসরকারি সব প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ১৯ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

শহরের সিংহজানি কাচারিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকরা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, জামালপুর জেলার ২ হাজার ৩৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪১ হাজার ১১৫ জন শিক্ষার্থীর মাঝে ১৯ লাখ ৪৭ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হেলিম ফকির জানান, জেলার ৫৭৬টি উচ্চ বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার শিক্ষার্থীর মাঝে ৪৪ লাখ ৩১ হাজার বই বিতরণ করা হয়েছে।