শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় শোক দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের র‍্যালী ও দোয়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২২, ২:০৫ অপরাহ্ণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখা ব্যাপক কর্মসুচির পালন করেছে।
কর্মসূচির মধ্যে ১৫ আগষ্ট সোমবার সকাল সাড়ে আটটায় পৌর পরিষদের সামনে বিশাল জমায়েত এবং কালো ব্যাজ ধারণ করে। সাড়ে নয়টায় শোক র‍্যালী অনুষ্ঠিত হয়। শোকর‍্যালীটি পৌর ভবনের সামনে থেকে শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতির পিতা সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালোরাতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ জাতির উন্নতি ও মঙ্গল কামনায়  বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় দুঃস্থ, ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ ও শিশুদের মাঝে ছোটদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প নামক বই বিতরণ করা হয়।
 এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় মুক্তিযুদ্ধে স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, এডভোকেট শামছুল হুদা, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার, এডভোকেট আবুল কাশেম মুছা,  ডাঃ তোফাজ্জল হোসেন,অধ্যাপক আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু কাউসার মিলন, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, খাইরুল ইসলাম,  মোশাররফ হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তোফাজ্জল হোসেন খান, জয়নাল আবেদীন, কামরুজ্জামান জামান,  মাসুদ আলম লিটন, জামেল আহমেদ, মনির উদ্দিন, চান মিয়া, সঙ্গীতা রানীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,  সাধারণ সম্পাদক,  ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক,  যুবলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  এর আগে সকালে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে পৌর ভবনের সামনে হাজির হয়। ফুলবাড়িয়াবাসির মতে, স্মরণকালের মধ্যে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শোকর‍্যালীতে হাজার হাজার লোক জমায়েত হয়। যা টানা কয়েক বছরের মধ্যে রেকর্ড সংখ্যক বলেও অনেকে মনে করেন। সভার বক্তব্যে এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আগামী ২০২৪ সালের নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে। এ জন্য মত একজন পার্থক্য ভুলে সকলকে এক হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।