রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, ছেলের বিরুদ্ধে বাবার মামলা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২১, ৬:১৩ অপরাহ্ণ

ফুলপুর প্রতিনিধি ঃ

ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে প্রতারণা ও দা দিয়ে আঘাত করতে চাওয়ায় ময়মনসিংহের ফুলপুরে ছেলে রুবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন বাবা। বুধবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

জানা যায়, উপজেলার মোকামিয়া গ্রামের আকবর আলীর (৭০) ছেলে রুবেল মিয়া ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে থাকে। প্রতারিত লোকজনের টাকা ফেরত দিতে গিয়ে পিতাকে গরু বিক্রি হয়।

এতে অতিষ্ঠ হয়ে পুত্র রুবেলকে বাড়ি থেকে চলে যেতে বললে ধারালো দা দিয়ে পিতাকে আঘাত করতে উদ্যত হয়। পরে আশপাশের লোকজন এসে রক্ষা করেন।

এ ব্যাপারে পিতা আকবর আলী বাদী হয়ে বুধবার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, অভিযোগ পাওয়া গেছে। বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।