শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চার যুবকের আয়োজনে ব্যতিক্রমী ফুটবল! : চ্যাম্পিয়ান ট্রপি তুলে দিলেন এমপি পুত্র রাজিব

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২০, ৭:১৯ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
চার যুবকের আয়োজনে হাজারো দর্শক উপভোগ করলো ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট। খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের খেলনার দোকান, চটপটি ও নিত্যপণের মেলাও বসে। পড়ন্ত বিকালে এ যেন এক মহোৎসব। অংশ নেয় ১৬টি দল।

১ আগস্ট থেকে এই আয়োজনে প্রতিদিন ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ ও জীবনী পাঠ। এক মিনিট নীরবতা পালনে রেফারি বাঁশির হুইসেল চলন্ত ফুটবল থেমে যাওয়ার দৃশ্য। ফাইনালে বড়ইকান্দা জুনিয়র একাদশ ০-১ গোলে কোদালিয়া যুব সংঘকে পরাজিত করে জিতে নেয় বঙ্গবন্ধু মিনিবার ফুটবল টুর্নামেন্ট ট্রপি।

আয়োজক এ চার যুবক হলেন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া মোঃ উজ্জ্বল মিয়া, রাসেল মিয়া, বিশ^বিদ্যালয়ের ভর্তিচ্ছু মাহাবুব আহামেদ ও মজনু মিয়া। বৃহস্পতিবার (১২ নভেম্বর/২০২০) এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও গৌরীপুরের এমপি নাজিম উদ্দিন আহমেদের পুত্র তানজীর আহম্মেদ রাজীব প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ান ও রানারআপ ট্রপি তুলে দেন। তিনি বলেন, মাদক রুখতে হলে মাঠকে সরব করতে হবে। তারুণ্যকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক মোঃ সাজ্জাতুল ইসলাম লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, মাওহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির উদ্দিন, অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিসের সদস্য কায়সার হামিদ , উপজেলা স্বেচ্চাসেবক লীগের সহসভাপতি আল ফারুক, গৌরীপুর পৌর যুবলীগের সাবেক আহব্বায়ক আব্দুর রউফ মোস্তাকিম, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসাইন, গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উমর ফারুখ স্বাধীন। এছাড়াও উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশফুল আলম বাবু, মাওহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সালেহ নুর আহাম্মদ আকন্দ,মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান সাদেক, খোকন, আলতাব হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, মাওহা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিবুল আলম সজীব প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন