শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চার মাদক ব্যবসায়ী ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করলো ময়মনসিংহের ডিবি

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদাকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে শনিবার ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদের নেতৃত্বে এসআই মোঃ মনিরুজ্জামান নগরীর চরকালীবাড়ী চায়না মোড় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, চট্টগ্রামের বাকলিয়া থানার মোঃ জামাল ও ময়মনসিংহের নান্দাইলের মেহেদী হাসান ওরফে বাবু। এছাড়া এসআই সোহরাব আলী শনিবার মধ্যরাতে ভালুকার ভরাডোবা থেকে আরো দুই মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬ শত গ্রাম গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা হলো, রংপুরের কাউনিয়ার মিলন মিয়া ও ভালুকার ভরাডোবা পশ্চিম পাড়া তালুকদারবাড়ীর মানিক মিয়া।তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।