শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর হাসপাতালের ডাক্তার ও সার্বক্ষনিক দায়িত্ব পালনকারী জনপ্রতিনিধি-কর্মকর্তাদের পিপিই ও গ্লাবস্ দিলেন এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ৪:১০ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাসের প্রতিরোধে ও মানুষের স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার জন্য ডাক্তারদের জীবনের নিরাপত্তার জন্য পিপিই ও গ্লাবস দিলেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। রোববার (২৯মার্চ) এসব উপকরণ গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম।
একই সঙ্গে সার্বক্ষনিক দায়িত্বকালনকারী অফিসার ইউএনও সেঁজুতি ধর, থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকেও তিনি ব্যক্তিগত জীবন নিরাপত্তার জন্য পিপিই প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন