সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর রেলওয়ে জংশনে কর্মে ফেরা মানুষের দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ মে, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৬, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ

সাপ্তাহিক ছুটির কারণে আজকে (বৃহস্পতিবার) ঢাকাগামী আন্ত:নগর হাওড় এক্সপ্রেস বন্ধ থাকায় কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার (৫ মে/২০২২) ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে গিয়ে দেখা যায়, লোকাল ট্রেনেও সকল নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রীরা ছাদে উঠছেন। জারিয়ার গার্মেন্ট কর্মী নুসরাত জাহান প্রীতি (৩০) জানায়, কাল থেকে গার্মেন্ট খোলা, তাই যেতে হচ্ছে। দু’কন্যা আর বৃদ্ধা মাকে নিয়ে তিনি ৬০টাকা দিয়ে ট্রেনের ছাদে উঠেছেন। নামা নিয়ে আছেন দু:চিন্তায়। মোহনগঞ্জের নলুয়াপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র সোলায়মান মিয়া জানান, ট্রেনের কোচে ঠাঁই নেই, তাই তিনি ছাদে উঠেছেন। গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া সরকারি-বেসরকারি প্রত্যেকটি ট্রেনে ছিলো উপচেপড়া ভিড়। জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন পণ্ডিত বলেন, ঢাকা থেকে ঈদে বাড়ি ফেরার সময় যেমন অতিরিক্ত কোচ সংযোজন করা হয়। কর্মেস্থলে ফেরা মানুষের দুর্ভোগ কমাতেও অতিরিক্ত কোচ সংযোজন প্রয়োজন।