বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেনের নেতৃত্বে বিজয় ৭১ প্রাঙ্গণে পুষ্পমাল্য করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান নাজমুন নাহার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মো. রেজওয়ান হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তাছলিমা আজাদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক নূরঝুমা, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মো. মোস্তাকিম, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, প্রভাষক ইয়াছির আরাফাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক মো. রাকিবুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক মাহবুবুর আলম আকন্দ, প্রভাষক আব্দুল আলিম খান, প্রভাষক শাহজাহান সিরাজ, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম, শামছুন্নাহার বেগম, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি এসময় বলেন, দীর্ঘ সংগ্রাম শেষে মুক্তিকামী বাঙালি জাতি তার কাক্সিক্ষত স্বাধীনতা অর্জন করেছেন। এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে তাদের প্রতি এ জাতি চিরকৃতজ্ঞ। আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট মহান মুক্তিযুদ্ধের অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে যুগ যুগ।