মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর পৌরসভা নির্বাচন : গণসংযোগে ব্যস্ত ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আতা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২০, ৪:৪১ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে পাড়া, মহল্লা- হাটবাজার, চায়ের আড্ডায় গণসংযোগ ও ধর্মীয়, সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়াজগৎ আর রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ করে প্রার্থীতার জানান দিচ্ছেন আতাউর রহমান আতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আতা দলীয় নেতাকর্মী আর কর্মী-সমর্থকদের মনজয়ের জন্য রাতদিন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। রঙিন পোস্টার, প্যানায় নিজের কর্মকা-ও তুলে ধরছেন। গৌরীপুর পৌরসভার ভোট সংখ্যায় সর্ববৃহৎ ওয়ার্ডে তিনি বসবাস করেন। সতিষা গ্রামের মৃত আনসার উদ্দিন মাস্টার ও মৃত রেজিয়া খাতুন দম্পতির দ্বিতীয় পুত্র। পেশায় কৃষি ও মৎস্যজীবী। তিনি শৈশব থেকে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর সরকারি কলেজ শাখার সিনিয়র সহসভাপতি। সৌদি আরবে গিয়েও জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।

এছাড়াও তিনি সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি সতিষা বায়তুস শরীফ জামে মসজিদে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেন।

সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে আতাউর রহমান আতা একাধিক রাজনৈতিক মামলার আসামী হয়েছেন। তিনি আন্দোলন করতে গিয়ে কারাবরণও করেন। তিনি বলেন, বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছি। দলের দুঃসময়ে কাজ করে যাচ্ছি। দলীয় প্রতীক ধানের শীষ মনোনয়নে পাবো আমি শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন, কারচুপিবিহীন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে অবশ্যই ধানের শীষের বিজয় হবে।

টি.কে ওয়েভ-ইন