মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলরাও ছিলেন প্রচার-প্রচারণা ব্যস্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ

স্টাফ রির্পোটার ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচন শনিবার (৩০ জানুয়ারি/২১)। এবারের নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীরাও ছিলেন প্রচার-প্রচারণায় ব্যস্ত। প্রার্থী ও তাদের পরিবার-পরিজনরা খোঁজে ফিরেছেন আত্মীয়-স্বজনদের, পাশে ডেকে এনেছেন শুভাকাঙ্খীদের। শুধু ভোট নয়, দোয়া চেয়েছেন সবার নিকট।
এবারের নির্বাচনে ৩টি ওয়ার্ডে লড়ছেন মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দিলুয়ারা আক্তার (চশমা), তানজিনা হাবিবা (আনারস), মোছাঃ কবিতা আক্তার (জবাফুল), ২নং ওয়ার্ডে মোছাঃ রোজিনা আক্তার চৌধুরী (অটোরিক্সা), মোছাঃ শামীমা সুলতানা (আনারস), মোছাঃ শিউলী চৌধুরী (চশমা), জোহারা বেগম (মেট্টোরেল), মোছাঃ সেলিনা খাতুন (জবা ফুল), ৩নং ওয়ার্ডে জেসমিন আক্তার (চশমা), মোছাঃ জহুরা আক্তার (টেলিফোন), মোছাঃ মনোয়ারা বেগম (আংটি), সালেহা আক্তার (জবা ফুল), জয়ন্তী রানী দাস (অটোরিক্সা), জ্যোতি রানী সরকার (আনারস) প্রতীক পান।
উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার জানান, গৌরীপুর পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ২১২ জন। তাদের মধ্যে নারী ভোটার ১০ হাজার ৮৪৬ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৩৬৬ জন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৫৬ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংরক্ষিত ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৫হাজার ৯৪০জন, ২নং ওয়ার্ডে ৭হাজার ৭৬৩জন, ৩নং ওয়ার্ডে ৭হাজার ৬০৯জন।
বিগত পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলার পদে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) ১নং আসনে দিলুয়ারা বেগম (কাঁচি) ১৮২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কবিতা আক্তার (পুতুল) পেয়েছেন ১১৯৫ ভোট। (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) ২নং আসনে শিউলী চৌধুরী (চুড়ি) ১৬৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সেলিনা খাতুন (পুতুল) পেয়েছে ৭৮০ ভোট। (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) ৩নং আসনে জেসমিন আক্তার (মৌমাছি) ২৩১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ছালেহা আক্তার (ভ্যানিটি ব্যাগ) পেয়েছেন ৮৮৭ ভোট।
অত্র পৌরসভায় সেই নির্বঅচনে মোট ১৮হাজার ৮৬জন ভোটারের মধ্যে ৯টি ওয়ার্ড ভিত্তিক ভোট কেন্দ্রে মোট ১৪হাজার ১৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে বৈধ ভোট ১৪হাজার ৯ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১৫১।