বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

গৌরীপুর পুকুরে মিললো দু’ভাইয়ের লাশ!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ১০:৫২ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :

নানার বাড়িতে ঈদের আনন্দ উপভোগ করতে আসে রাকিব মিয়া (৭)। তার সঙ্গে খেলায় যোগ দেয় মামাতো ভাই রাব্বি মিয়া (৫)। পরিবারের সবার অজান্তে বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেলতলী গ্রামে। শুক্রবার (২৯ মে/২০২০) উভয়ের জানাযা অনুষ্ঠিত হয়।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, নেত্রকোনার পুর্বধলা উপজেলার জালশুকা গ্রামের মোস্তফা মিয়ার পুত্র মোঃ রাকিব মিয়া (৭) বুধবার (২৭ মে/২০২০) তারিখে তার নানা বাড়ি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামে নানা মোঃ চানু মিয়ার এখানে বেড়াতে আছে। ২৮ মে বৃহস্পতিবার বিকালে তার মামা মোঃ রবিকুল ইসলামের পুত্র রাব্বি মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির সামনে খেলা করছিলো। সন্ধ্যায়ও বাড়ি না ফেরার তাদেরকে খোঁজতে বের হন পরিবারের লোকজন। রবিকুল ইসলামের স্ত্রী শরীফা খাতুন বাড়ির পিছনের পুকুরে দেখতে পান তার সন্তান রাব্বী মিয়া ও ভাগ্নে রাকিব মিয়ার লাশ পানিতে ভাসছে। এ ঘটনায় উভয় পরিবার ও আশপাশের এলাকায় শোকের মাতম শুরু হয়। হরিষে বিষাদে রূপ নেয়। এলাকাবাসীর ধারণা, একজন পানি পড়ে যাওয়ায় অন্যজন উঠাতে গিয়েই হয়তো উভয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার উভয়ের জানাযা বেলতলীতে অনুষ্ঠিত হয়। রাব্বি’র দাফন বেলতলীতে ও রাকিব মিয়ার দাফন জালশুকায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনাময়না তদন্তে দেয়া হয়েছে।