রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া আর নেই

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ

গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (গৌরীপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট) প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া (৮৪) রোববার (৩ অক্টোবর/২০২১) দিবাগত রাত ১২টা ৪০মিনিটে পৌর শহরের পূর্বদাপুনিয়া নিজবাড়িতে হার্টএট্যাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইনলিল্লাহে — রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে এক মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য কামরুজ্জামান ভূইয়া’র বাবা। মরহুমের জানাযার নামাজ পূর্বদাপুনিয়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি যুগান্তর স্বজন সমাবেশ গৌরীপুর শাখার পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়েছে। সংগঠনের সভাপতি মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি এক শোকবার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকাহত পরিবারবর্গের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের (গৌরীপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট) প্রতিষ্ঠাতার মাধ্যমে এ অঞ্চলে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার যুবক কর্মের ঠিকানা খোঁজে পেয়েছেন। আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।