শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৯৭ব্যাচের রজতজয়ন্তীর বর্ণিল উৎসব

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
শফিকুল ইসলাম অপু || গৌরীপুর, ময়মনসিংহ, প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৪, ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে ৯৭ব্যাচের উদ্যোগে গেল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর/২০২২) ‘কাছে কিংবা দূরে বন্ধুত্ব চিরতরে, এসো মিলি প্রাণের উল্লাসে’ এ ¯েøাগানে বর্ণিল উৎসব অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক শহিদ হারুণ পার্কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম। সঞ্চালনা করেন সাংবাদিক মো. রইছ উদ্দিন। ‘আমাদের শৈশব ও স্মৃতিময় ক্লাসরুম’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন।

বক্তব্য রাখেন সম্প্রীতির বন্ধন ৯৭’র সভাপতি আবু জাফর মো. সাদেক, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী গোলাম সামদানী খান সুমন, গার্মেন্ট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মঞ্জু, কৃষক মো. সাইদুল ইসলাম, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, ওষুধ ব্যবসায়ী আশীষ কুমার রতন, স্বর্ণা টেলিকমের পরিচালক শ্যামল ঘোষ, উচাখিলা কেরামতিয়া মাদরাসার প্রভাষক মুহাম্মদ খায়রুল আলম, মো. আলমগীর, মো. নুরে আলম আকন্দ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ব্যবসায়ী ইবনে বাসার, ব্যবসায়ী মো. আলী আজম, কাজিয়েল হাজাত শাহী মুনশী, শাহীদ মুনশী, সহনাটীর ব্যবসায়ী মো. আলম প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন সিঙ্গাপুর প্রবাসী মো. জুলহাস, রফিকুল ইসলাম, ইয়ারপুর ইব্রাহিম স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলাম, হাসনাত জাহান, বড়ইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিমা আক্তার রোমা, মাহমুদা আক্তার লিপি, দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তার, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা আক্তার, ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, সিধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা ফারুক আহাম্মদ ঝুনাক, ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ, মাসুদ রানা, ব্যবসায়ী অর্জুন কুমার মোদক।