শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৭১’র ব্যাচের পুনমির্লণী ও গুণী শিক্ষক সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৫ জানুয়ারি/২০২০) সরযূবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ৭১’র ব্যাচের শিক্ষার্থীদের পুনমির্লণী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেই সময়ের প্রিয়-শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নুরুন্নাহার ও হিমাংশু নাহাকে সংবর্ধিত করেন। দীর্ঘদিন পরে প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে আবেগ-আপ্লেুত হয়ে পড়েন ৭১’র ব্যাচের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন খান। অনুভূতি প্রকাশ করেন তাহমিনা খাতুন, শিশির কুমার বিশ^াস, মোঃ আব্দুল আউয়াল খান পাঠান, জাহানারা বেগম, উম্মে কুলসম রুবী, হালিমা বেগম বেবী, জিয়াউন্নাহার নাছরীন, বাসন্তী সরকার, আঞ্জুমান আরা বেগম পলাশ, নাহিদ পারভীন, সুকুমার চন্দ্র দাস, বরুন ঘোষ, রাখাল চন্দ্র দাস, ডাঃ সিদ্দিকুর রহমান বাবুল, বেলারানী সরকার সন্ধ্যা, মায়ারানী দাস, ফরিদা চৌধুরী, আফরোজা বেগম বিউটি প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার বানু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান শাহীন, প্রধান শিক্ষক শংকর চন্দ্র চাকী, মোঃ আরফান আলী, সাঈদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মোখলেছুর রহমান। ৭১’র ব্যাচের আয়োজনে সরযুবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা হয়।