শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৬৭বস্তা চাল উদ্ধার ॥ মামলা দায়ের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২০, ৮:০২ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান বুরহান, গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২০এপ্রিল/২০২০) গভীররাতে পুলিশ অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৭ বস্তায় ৩হাজার ৩৫০ কেজি চাল উদ্ধার করেছে। এ ঘটনায় গৌরীপুর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, সোমবার রাতে ৪নং মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারের মতি মার্কেটে চাল ব্যবসায়ী ফজলু মুন্সীর ঘর থেকে ৫০ কেজি ৬৭টি বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও একই দিনে চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামের ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ১হাজার ২৫০ কেজি চাল উদ্ধার ও চাল ব্যবসায়ী আজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পৃথক ঘটনায় দু’টি মামলা দায়ের করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার।