রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৫০তম বিজয় দিবসে ৪০ উর্ধ্ব বয়সী মিনিম্যারাথন । দ্রুততম মানব নারায়ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ৫০তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর/২১) ১০ম মিনিম্যারাথন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১০হাজার মিটার দৌড়ে জাতীয় পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ বীর মুক্তিযোদ্ধা রতন সরকার। দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এবারও দ্রæততম মানব হয়েছেন গৌরীপুর নারায়ন চন্দ্র সরকার, ১ম রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দৌড়বিদ রবিকুল ইসলাম শেখ সান, ২য় রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারী বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. নুরুল হক, এছাড়াও পর্যায়ক্রমে বিজয়ীরা হলেন মকবুল হোসেন, মোহাম্মদ আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম, রনজিত সাহা, উজ্জল কুমার মোদক, মো. হারুন অর রশিদ, শুভংকর ঘোষ মিঠু। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মারুফ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, প্রভাতী শরীরচর্চা সংগঠনের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন শামীম, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।