শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহে পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১, ২০২০, ৭:০৯ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে সোমবার গতকাল (৩০ নভেম্বর/২০২০) অনুষ্ঠিত হয়। মেলায় নুরুল আমিন খান উচ্চ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও তার সংরক্ষণ, অপর গ্রুপের শিক্ষার্থীদে উদ্ভাবিত পরিবেশ দূষণরোধে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার দর্শকদের আকর্ষিত করে। এছাড়াও গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উদ্ভাবিত বঙ্গবন্ধু বায়ো গ্যাস প্ল্যান নতুন প্রজন্মকে সাশ্রয়ীমূল্যে দূষণ পরিবেশ উপহার দিবে। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ‘নিরাপদ পরিবেশ নিরাপদ পৃথিবী’ দর্শকদের আকর্ষিত করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ লুৎফা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল রায় প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন