রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে স্বপ্নের ঠিকানায় নতুন কর্মসংস্থানের জন্য ২৬জন যুব নারী পেলেন সেলাই মেশিন প্রদান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুন, ২০২২
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জুন, ২৭, ২০২২, ১০:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের উদ্যোগে সোমবার (২৭জুন/২০২২) স্বপ্নের ঠিকানায় নতুন কর্মসংস্থানের লক্ষ্যে ২৬জন যুব নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ কর্মসংস্থান সৃজনকারী নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন। তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের নারী ক্ষমতায়নেরই অংশ হিসেবে ২৬টি পরিবার আজকে নতুন কর্মসংস্থান পেয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের নিজস্ব জায়গা স্বল্প বিনিয়োগের মাধ্যমে স্বপ্নের যাত্রা শুরু হলো।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অধীন অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সালেহ মো. ওয়াহেদুল হক, অচিন্তপুর ইউনিয়নে সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাজমা বেগম, আফরোজা আক্তার, পান্না চৌধুরী, ইউপি সদস্য মো. আব্দুর রহমান, মো. মজলু মিয়া, মো. রাজিব আহম্মেদ, মো. সুবুর মিয়া, মো. শাহজাহান মিয়া, শেখ মো. রহমত উল্লাহ, মো. হানিফ মিয়া, মো. কবির খান, মো. আবুল হাসেম, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আওয়াল প্রমুখ।