শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ মার্চ, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিকশা চাপায় কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী নাকিবা আক্তার (৯) নিহতের ঘটনায় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে। শনিবার মাওহা ইউনিয়নের মাওহা-ভূটিয়ারকোনা সড়কের কুমড়ী এলাকায় স্থানীয় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুজ্জামান খান কামাল, কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভুটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজ্জাদুল ইসলাম প্রমুখ। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক চালক তাঁরা মিয়াকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত নাকিবা আক্তার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সে কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার ইজিবাইক চাপায় নিহত ওই স্কুলছাত্রী নিহত হয়।