শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২০, ৯:৪৯ অপরাহ্ণ

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুরে সহনাটী ইউনিয়ন কার্যালয়ে বুধবার (১৮নভেম্বর/২০) ২০জন হত দরিদ্র নারী-পুরুষদের মাঝে বিশটি সেলাই মেশিন বিতরণ করেন বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।
সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতী লীগ ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেস, সহনাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যারা সেলাই মেশিন পেয়েছেন তাদের মধ্যে ঘাটেরকোণা গ্রামের মফিজ উদ্দীনের ছেলে রুহুল আমিন, দৌলতাবাদ গ্রামের আফতাব উদ্দীনের ছেলে সাফায়াত, হেপী আক্তার,সহনাটী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মোঃ শহীদ মিয়া, আকবর আলীর ছেলে মোঃ গোলাপ মিয়া, মৃত ফয়েজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুল হেলিম, শামছু মিয়ার ছেলে মোঃ জালামিন, মনফর আলীর ছেলে মোঃ আবুল হোসেম, আব্দুল আজিজের ছেলে আব্দুল মান্নান, আনোয়ারা, শরীফা আক্তার, মোতালেব মিয়ার পুত্র সোহেল মিয়া, পল্টিপাড়া গ্রামের বিউটি, মৃত আব্দুল বারেকের পুত্র মঞ্জু মিয়া, পাপিয়া আক্তার, লাটুরপায়া গ্রামের পারভীন, হতিয়র গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র মোঃ ইলিয়াস কাঞ্চন , শাহাবাজপুরের স্বপ্না আক্তার, সানিয়া পাড়া মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুস সাত্তার, ভালুকাপুর গ্রামের খোকন চন্দ্র দত্তের ছেলে কাজল চন্দ্র দত্ত।

দরিদ্র জনগোষ্ঠী সুন্দর সুস্থ জীবনের পথে এগিয়ে চলার বিকল্প উপার্জনের জন্য বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীরা এ উপহার পেয়ে হাসিমুখে বলেন, আমরা এ সেলাই মেশিন পেয়ে খুবই উপকৃত হয়েছি। সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।