শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৩ মে, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১৩, ২০২২, ১১:২৭ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক সুরেশ কৈরীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার (১৩ মে/২০২২) শোকর‌্যালি, স্মরণসভা ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সাংবাদিক সুরেশ কৈরী সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, সাহিত্য, ক্রীড়াঙ্গন, সমাজসেবা ও একজন দক্ষ সংগঠক হিসেবেও অগ্রণী ভূমিকা রাখেন।
স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসাস’র সভাপতি সাংবাদিক ম. নূরুল ইসলাম। ‘সাংবাদিক সুরেশ কৈরীর সংবাদ ও সাংবাদিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।
২০১১সন থেকে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ শিক্ষা, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা ও সংগঠক হিসেবে প্রতিবছর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্তি করেন। করোনাকালীন দুর্যোগের কারণে ২০২০-২০২২ এ তিনবছরে ১৫জনকে এ সম্মাননা দেয়ার ঘোষণা দেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।