শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ‘সর্বস্তরে চালু হোক শুদ্ধ বাংলা’ স্লোগানে বর্ণমালার মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৮, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৮ ফেব্রুয়ারি/২০২২) ‘সর্বস্তরে চালু হোক শুদ্ধ বাংলা’ স্লোগানে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগ ভাষার মাস উপলক্ষে বর্ণমালার মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সঙ্গে বাংলার চলমান গতিধারায় নবপ্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা বানান ও উচ্চারণে চালুকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন সমাবেশের সহসভাপতি ডা. একেএম মাহফুজুল হক, শামীমা খানম মীনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম কিবরিয়া, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, মাহবুব রহমান, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্পি প্রমুখ।