শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২৩, ৯:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (১২ জানুয়ারি/২০২২) সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন, নৃত্যানুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম.এ হাই। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম নুরুল ইসলাম, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সেলিম, শ্রী সত্যেন দাস, সাদেকুর রহমান সাদেক (কাউন্সিলর), রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সরকার শুদ্ধ সংগীত নিকেতনের পরিচালক এম এ মালেক, পাক্ষিক সুবর্ণ বাংলার সম্পাদক ও প্রকাশক আজম জহিরুল ইসলাম, সারেগামা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক প্রদীপ সরকার রানা, অ্যামিউজ শিল্পী গোষ্ঠীর তপন চন্দ্র সরকার, সাংস্কৃতিক সংগঠক যতীন্দ্র বর্মন, নরেন্দ্র সরকার প্রমুখ।
নৃত্যানুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দেন তাইয়িবা জামান রায়না, তাসফিয়া জামান রাইমা, শেখ নাফিসা জাহান, সাবাহ্, পারিজাত সরকার ঋতু, পরমা সরকার মিতালী, অর্পিতা সরকার অর্পি, শ্রাবন্তী। তীর হারা এই ঢেউঢের সাগর পারি দেবরে- সমবেত কন্ঠে এ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন সূচি, অর্পিতা, ঐশি, সায়মা, মিতু, লাবিবা ইসলাম রুদিতা, কাকলী, শ্রাবন্তী, স্বর্ণা, হ্যাপী আক্তার, তানিম, রানা, তপন সরকার, ইকবাল হোসেন।