শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকসহ ৫৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ জুলাই, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২২, ৮:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (৪জুলাই/২০২২) বোকাইনগর ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষক ও রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫৪০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও উপসহকারি কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার জানান, ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর অধিনে প্রত্যেককে উফসী ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হচ্ছে।