শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে রাষ্ট্রভাষা ও মাতৃভাষা দিবস উদযাপিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২২, ৭:২০ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার (২৩ ফেব্রুয়ারি/২০২২) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘রাষ্ট্রভাষা ও মাতৃভাষা’ শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের সহকারী প্রধান পরিচালক সত্যেন দাস। সঞ্চালনা করেন সাংবাদিক আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কবি আওলাদ হোসেন জসিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ, আব্দুস সালাম, যতীন্দ্র বর্মণ প্রমুখ।

সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, অনামিকা সরকার, ইসরাত জাহান রেখা, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান।