শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মে, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (৮ মে/২০২২) বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী স্বজন সমাবেশ কার্যালয়ে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ- আমার মন ভুলায় রে’ দলীয় সংগীত মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। স্বজন শিল্পী শর্মী সরকারের কন্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, শিল্পী অনামিকা সরকারে কন্ঠে তোরা যে যা বলিস ভাই, শিল্পী গোপা দাসের কন্ঠে ‘বড় আশা করে এসেছি গো, আশিকুর রহমান রাজিবের কন্ঠে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, ইসরাত রেখার কন্ঠে আয় তবে সহচরী। কবিতা আবৃত্তিতে সজিব খানের কন্ঠে সোনার তরী, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪র্থবর্ষের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি’র কন্ঠে উচ্চারিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ‘অন্য মা’, ছড়াকার আজম জহিরুল ইসলাম ও কবি নুরুল আবেদীন স্বরচিত কবিতা পাঠ করেন, শামীমা খানম মীনার কন্ঠে বীর পুরুষ।
বক্তব্য রাখেন পাক্ষিক সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদীন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা রূপা, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব প্রমুখ।