রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের ১৮তম বর্ষপূর্তি উদযাপিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২২, ৬:০১ অপরাহ্ণ

দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (১৮ সেপ্টেম্বর/২০২১) গৌরীপুর স্বজন সমাবেশের ১৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেরা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধান নুরুল ইসলাম স্মরণে এক নীরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করবেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনায় সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ ও সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, মানবকল্যাণের মাধ্যমে আজকে এ সংগঠনটি গৌরীপুর প্রাপ্ত বয়স্ক হয়েছে। এ সংগঠনটি সুনামের সঙ্গে ১৮বছর অতিক্রম করেছে। আর এ সময়ের মধ্যেই কতো সংগঠন হারিয়ে গেছে। মাদকের বিরুদ্ধে, বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক প্রত্যেকটি কর্মসূচীতে স্বজনরা সক্রিয় ভূমিকা রাখছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবণী, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খান মীনা, রমজান আলী মুক্তি, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা রুপা, প্রতীমা রাণী সরকার, স্বজন শাহনাজ খায়ের, পলি আক্তার, মাহমুদা আক্তার লিপি, আশিকুর রহমান রাজিব, শাহজাহান কবীর, আবু জাফর মো. সাদেক, তাসাদদুল করিম, নাহিদ হাসান অপু, শামীম আনোয়ার, আমিনুল ইসলাম খান তৈমুর, মোস্তাকিম মিয়া, জিহাদুল ইসলাম জিহাদ, রমজানুর আহম্মেদ নাজীম, সায়েফ আহমেদ, মো. শরীফ মিয়া, জাহিদ হাসান লিখন প্রমুখ।

২০০৪ সালের ১৭ সেপ্টেম্বর গৌরৗপুর পৌর ভবনের ছাদে মাত্র ১৩জন সদস্য নিয়ে গৌরীপুর স্বজন সমাবেশের যাত্রা শুরু করে। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমের জন্য ২০০৯ সালে এ সংগঠনটি দেশসেরা সংগঠনের স্বীকৃতি অর্জন করে। বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচীর জন্য ২০১৪সালে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক বিশেষ সম্মাননা, করোনাকালীন দুর্যোগে বিশেষ ভূমিকার জন্য গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন জেলায় শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হন। এ সংগঠনের আয়োজনে ১৩বছর ধরে নিয়মিতভাবে মিনিম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে গৌরীপুরে। সংগঠনের কৃতি খেলোয়াড় সুসমিতা ঘোষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বর্ণপদক অর্জন করেন।