শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মার্কস, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৫, ২০২০, ৬:০৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার (২৪মার্চ/২০২০) দরিদ্র চালকদের মাঝে মাকর্স, সাবান ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বজনদের মতো বিত্তবান ও সামাজিক সংগঠনকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আপনার পাশের জন আক্রান্ত হলে আপনিও আক্রান্ত হতে পারেন। তাই প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিতরণ কর্মসূচীতে অংশ নেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহসম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ মোঃ তাসাদদুল করিম প্রমুখ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, এ রোগ বিশ্বকে আজ স্তব্দ করে দিয়েছে। ভাইরাসকে স্তব্দ করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক বলেন, প্রত্যেকের সামর্থ্যনুযায়ী আসুন এ দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াই। স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন বলেন, এ কর্মসূচী অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাই। দরিদ্র মানুষ তিনবেলা খাবারই জুটাতে পারছে না। তাদের মধ্যে অনেকের মার্কস, সাবান আর স্যানিটাইজার ক্রয় করার সামর্থ্য নেই।

টি.কে ওয়েভ-ইন