শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মেয়র প্রার্থী শুভ্র’র হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২০, ৮:০৭ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়া ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার (৩০ নভেম্বর/২০২০) বিক্ষোভ মিছিল বের করে। হত্যাকারীকা-ে জড়িত আসামীদের বহনকারী অটো সিএনজি চালক আল আমিন বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিয়েছে।

মামলাটি দ্রুত বিচারে নেয়া ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ২নং গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হযরত আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরাফাত হোসেন, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সুমন, ডৌহাখলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ডাঃ মোঃ শাহজাহন, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ওয়াসিকুল ইসলাম রবিন, পৌর ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মনির, হিরামন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আহাদ রিগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলাম, রবিন মিয়া প্রমুখ।

অপরদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ সোমবার (৩০ নভেম্বর/২০২০) জানান, শুভ্র হত্যাকা-ে জড়িতদের বহনকারী সিএনজি সনাক্ত করা হয়েছে। সিএনজির চালক আল আমিন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ আল আস আদ এর আদালতে সাক্ষ্য দেন। তিনি উপজেলার মইলাকান্দা ইউনিয়নের পূর্ব কাউরাট গ্রামের নুরুল হকের পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ আরো জানান, মামলার অন্যতম আসামী সাকিব আহমেদ রেজাকে গত শুক্রবার রাতে সিলেট বিভাগের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, ঘটনায় জড়িত আরো একজনের নাম এসেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। এ মামলায় মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো হত্যাকা-ের প্রধান আসামী উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৪০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০), মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাটের মৃত লাল মিয়ার পুত্র মোঃ খায়রুল (৩৫), কামাল হোসেন (৪০) ও শরিয়ত উল্লাহ সুমন (৩০)। মামলার অন্যতম আসামী গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও তার ছোট ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম বিজ্ঞ উচ্চ আদালতের আগাম জামিনে রয়েছেন।
গত ১৭ অক্টোবর তাকে পৌর শহরের মধ্যবাজার বাজার পান মহালে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ১৯ অক্টোবর দায়েরকৃত মামলায় প্রধান আসামী করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ (৩৮)কে। এছাড়াও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম (৫০) ও তার দু’ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম (৪৫), সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল (৪২), রিয়াদুজ্জামান রিয়াদ চেয়ারম্যানের ভাই কার্জন, উত্তর বাজার মহল্লার সাকিব আহম্মেদ রেজা (৩৩), পশ্চিম ভালুকার রিফাত (৩২), মইলাকান্দা ইউনিয়নৈর লামাপাড়ার মোজাম্মেল (৩০), নন্দুরা গ্রামের সুমন (৩০), পশ্চিম কাউরাট গ্রামের খাইরুল (৩০) ও হানিফ (৩০), চান মিয়ার পুত্র রাসেল মিয়া (৩২), ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমান (৩০) ও অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়।

টি.কে ওয়েভ-ইন