রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মানবাধিকার কমিশনের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২২, ২০২১, ১২:২০ পূর্বাহ্ণ

মোস্তাফিজুর রহমান, স্টাফ রির্পোটার :
ময়মনসিংহের গৌরীপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রোববার (২১ ফেব্রুয়ারি/২০২১) বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে ভাষা শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোখলেছুর রহমান, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ প্রমুখ।