রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মাদকবিরোধী অভিযানে ৩জনকে কারাদÐ, মাটির বাঙ্কারে মিললো মদ ও মদ তৈরি উপকরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২২, ৩:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২ নভেম্বর/২০২২) মাদকবিরোধী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাসান মারুফ মাদক সেবনের দায়ে ৩জনকে কারাদÐের আদেশ দেন। একই দিনে সহনাটী ইউনিয়নের ভাংগুরহাটি গ্রামে মাটির বাঙ্কারের ভিতরে মদের ড্রাম ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেন। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর সহযোগিতা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, পৌর শহরের রেলস্টেশন চকপাড়া এলাকার সুবল চন্দ্রের পুত্র মানিক চন্দ্র দে (২৫), বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র মো. মজিবর (২৫) ও মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র মো. ফারুক মিয়া (৪১) মাদক সেবনের জন্য কারাদÐ প্রদান করেন।

একই দিনে উপজেলার সহনাটি ইউনিয়নের বাংগুরীহাটি গ্রামে মৃত সুকলাল রবিদাসের স্ত্রী স্বরস্বতী রাণী বাড়ির উঠানে বাঙ্কার ভিতরে মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, উদ্ধারকৃত জাওয়া হতে প্রায় ৩০০-৪০০ লিটার মদ তৈরি হতে পারতো। এছাড়াও বিভিন্ন বোতলের ভিতরে রক্ষিত মদ ধ্বংস করা হয়েছে। ইউএনও হাসান মারুফ জানান, মদ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।