মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ৯ম মিনি ম্যারাথন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১৪, ২০২০, ১০:৪০ পূর্বাহ্ণ

প্রধান প্রতিবেদক :
দেশব্যাপী খেলোয়াড়দের অংশ গ্রহণের মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ৯ম মিনি ম্যারাথনের প্রথম পর্ব যুব ম্যারাথন ১৩ ডিসেম্বর ও ৪০উর্ধ্বদের ম্যারাথন ১৫ডিসেম্বর সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লক্ষ্যে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর/২০২০) হাতেম আলী সড়কস্থ থেকে প্রচারাভিযান শহরের হারুণ পার্ক, মধ্যবাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

প্রচারাভিযানের উদ্বোধন করেন গৌরীপুর শরীরচর্চা ক্রীড়াবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক। তিনি বলেন, গুগলে চার্জ দিলে ম্যারাথন লিখতেই গৌরীপুর স্বজন সমাবেশ আর যুগান্তরের খবর বেড়িয়ে আসে। শুধু মাঠে নয়, ভার্চুয়াল জগতকেও দখল করেছে স্বজনরা।

উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আগ্রহী খেলোয়াড়দের ১০ডিসেম্বরের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১০০টাকা দিয়ে যুগান্তর প্রতিনিধিদের সঙ্গে বা প্রয়োজনে ০১৭১৩-৫৬৩৬৭৫ নাম্বারে যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।

প্রচারাভিযানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সহসভাপতি গোলাম মোহাম্মদ, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার ক্রীড়া শিক্ষক মোঃ আমিরুল মোমেনীন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর উদীচী’র সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, গৌরীপুর লেখক সংঘের সাবেক কোষাধ্যক্ষ শামীমা খানম মীনা, প্রতিভা মডেল স্কুলের সহকারী শিক্ষক গোপা দাস, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক চায়না রানী সরকার, নিউজ পোর্টাল বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন