শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মরিচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবছর পূর্তি উৎসব ও মিলনমেলা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৯, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ৫৮নং মরিচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষপূর্তি ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা, সংগীতানুষ্ঠান শুক্রবার (১৯ ফেব্রুয়ারি/২০২১) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি। উৎসবের উদ্বোধন করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেনন ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মোঃ আব্দুল গফুর ও মোঃ বিল্লাল হোসেন ফকির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, প্রধান শিক্ষক শিরিন সুলতানা। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ডৌহাখলা ইউনিয়নের সাবেক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম সাত্তার মন্ডল, ডাঃ একেএম মাহফুজুল হক ফেরদৌস, সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, মোঃ আমিনুল ইসলাম শিকদার, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জিয়াউল হাসান সুমন, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা নন্দ দুলাল, বাকৃবি সেকশন অফিসার মোঃ তাহের উদ্দিন, শিক্ষক মোঃ আব্দুল বারী মাস্টার, মোঃ আছির উদ্দিন, শামসুল হক, ইউপি সদস্য মোঃ সাইদুল ইসলাম, মোঃ আব্দুল খালেক মন্ডল, মোঃ দুলাল মিয়া, মোঃ আবুল হাশিম খান, মোঃ হাবিবুর রহমান হবি, মোঃ জিয়াউল রহমান মাসুম, মোঃ হারুন অর রশিদ, মোঃ জিয়াউল হাসান সুমন প্রমুখ। বিকারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে অনুষ্ঠিত হয় ‘একটি পয়সা’ নাটক।