শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে মডেল মসজিদের স্থান পরিদর্শন করলেন মহাপরিচালক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্ধারিত স্থান শুক্রবার (১১ ডিসেম্বর/২০২০) পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। জমি সংক্রান্ত জটিলতায় হাইকোর্টের রিট পিটিশন খারিজ হওয়ায় শোকরানা দোয়া অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল মুনসুর জানান, মসজিদের আংশিক স্থানের জটিলতাকে কেন্দ্র করে প্রথম দফায় আক্কাছ আলী ভূইয়া ও তার ভাই মাহমুদ হাসান ভূইয়া জলিল ২০১৯সালে ১৫৪৬ নং রিট পিটিশন বিজ্ঞ হাইকোর্টে দায়ের করেন। এ রিট পিটিশনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে ময়মনসিংহের জেলা প্রশাসককে নির্দেশ দেন। বিজ্ঞ আদালতের নির্দেশে ময়মনসিংহ তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ^াস ২০১৯সালের ২৩ মে নিষ্পত্তিকরণ করে প্রতিবেদন দাখিল করেন। এ নিষ্পত্তিকরণে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে অধিগ্রহণের প্রস্তাবিত নির্মিত হলে এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে উল্লেখ করেন।
এদিকে এ নিষ্পত্তিকরণ আদেশ ব্যতি রেখে মাহমুদ হাসান ভূইয়া জলিল ২০১৯সালে ৮৬১৪ নং আরেকটি রিট পিটিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করেন। হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি এফ.আর.এম নাজমূল আহসান ও বিজ্ঞ বিচারপতি সাহেদ নুর উদ্দিন এর দ্বৈত বেঞ্চে এ রিট পিটিশনটি ৩ ডিসেম্বর খারিজ করে দেন। এর প্রেক্ষিতে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রশাসনিক অনুমোদন প্রাপ্ত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নির্মাণ কা শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে ৬ ডিসেম্বর পত্রাদেশ দেন। মসজিদ কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী জানান, বিজ্ঞ হাইকোর্টের দু’দফায় রিট পিটিশন খারিজ, জেলা প্রশাসকের পত্রাদেশের প্রেক্ষিতে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অনুমোদনপ্রাপ্ত স্থানে এ মসজিদ নির্মাণে আর কোন বাঁধা রইলো না।
শুক্রবার (১২ ডিসেম্বর/২০২০) ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ মডেল মসজিদ স্থাপনের স্থান পরিদর্শন, মসজিদ কমিটি, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদ স্থাপন প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, পিডব্লিউডি নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান চুন্নু, ময়মনসিংহ বিভাগের পরিচালক আবদুল ওয়াদুদ, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, কিশোরগঞ্জের উপপরিচালক হাবেজ আহমদ প্রমুখ। মতবিনিময়ে উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ্ব মো. শামছুল হক, মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. আবুল মুনসুর, সাবেক সাধারণ সম্পাদক মো. মহব্বত আলী চৌধুরী সবুর, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন প্রমুখ।
উল্লেখ্য যে, ২০১৯সালের ২৮ এপ্রিল গৌরীপুর পৌর শহরের উত্তরবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের জায়গায় উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। এরপরে মসজিদের আংশিক জায়গাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি, শহরের অন্যস্থানে স্থানান্তরের দাবী ও অনুমোদনকৃত স্থানে স্থাপনের দাবিকে কেন্দ্র করে পৃথক পৃথক মানববন্ধন ও উচ্চ আদালত পর্যন্ত এ বিরোধ স্পর্শ করে।