রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ২ জনকে ৬মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ৫, ২০২০, ৯:১৬ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ।।

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (৫আগস্ট) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইজনকে তিন মাস তিন মাস করে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।
জানা যায়, ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা চন্দন গোপাল সুর এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী (৫০) এবং ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই গ্রামের মৃত বমিন রবিদাসের পুত্র মানিক রবিদাসকে গাঁজা সেবনের দায়ে ১০ গ্রাম ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর।আদালত তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস তিন মাস করে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। দন্ড প্রদানের পর আসামিদের জেল হাজতে প্রেরণের জন্য তাৎক্ষণিক গৌরীপুর থানা হাজতে প্রেরণ করা হয়।