শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৮, ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশানা মেনে চলার জন্য গণজমায়েত এড়াতে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল/২০২০) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালত ৫জন ব্যবসায়ীকে সাড়ে ৯হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করা হয় ব্যবসায়ী আব্দুল কদিরকে ৩হাজার টাকা, মোঃ শাহজাহানকে ৫হাজার টাকা, পাপ্পু মিয়াকে ৫শ টাকা, মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে ৫শ টাকা ও সোহরাব উদ্দিনকে ৫শ টাকা। ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ মাইনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন।
অপরদিকে ইউএনও সেঁজুতি ধর পরিচালিত ভ্রাম্যমান আদালত ৩টি দোকানে ৪হাজার টাকা জরিমানা করেন। কলতাপাড়া বাজারের নুরুল ইসলামকে ১হাজার টাকা, মঞ্জুরুল ইসলামকে ১হাজার টাকা ও শ্যামগঞ্জের এক দোকানীকে ২হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।