বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৫, ২০২০, ৮:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (১৫ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এ সময় আদালত গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার ও শ্যামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় সংক্রামক রোগ নির্মূল, প্রতিরোধ আইন ২০১৮ এ ৯টি মামলায় ৯জন ব্যবসায়ীকে ১৯হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। ব্যবসায়ীরা হলেন গৌরীপুর পৌর শহরের দিলিপ ২হাজার টাকা, শ্যামগঞ্জ বাজারের হান্নান ১ হাজার ৫শটাকা, সেলিম ৩শ টাকা, শহিদ ৫শ টাকা, মিজান ২শ টাকা, মোস্তফা ৫টাকা, স্বপন ৫ হাজার টাকা, লিটন ১হাজার টাকা, কাবুল ৮ হাজার টাকা। এসময় আদালতকে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের অফিস স্টাফ আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন এবং গৌরীপুর থানা পুলিশ।
আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন. সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানোর জন্য সকল মুদি ও কাঁচামালের দোকানীদের নির্দেশ প্রদান করা হয়।