শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৬, ২০২০, ৮:৫০ অপরাহ্ণ

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ  মহান বিজয় দিবস উপলক্ষে  ময়মনসিংহের গোরীপুরের সহনাটী ইউনিয়নের গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ ফজলুল করিম স্পোর্টিং একাডেমী ও যুব সমাজের উদ্যোগে (১৬ডিসেম্বর/২০২০) বুধবার এ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ছিলেন শহীদ ফজলুল করিম স্পোর্টিং একাডেমী’র প্রতিষ্ঠাতা ও সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান জামাল।
অনুষ্ঠানের শুরুতেই তিনি তাঁর বড় ভাই শহীদ ফজলুল করিমসহ সকল মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন। তিনি বলেন, ′′এদেশের স্বাধীনতার পিছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। একজন মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান। আমাদের সকলেরই উচিৎ সেই সূর্য সন্তানদের সম্মানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান ফকির। সঞ্চালনায় ছিলেন গৌরীপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন।
বিশেষ অতিথিবৃন্দ হলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মহিবুর রহমান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, বীর মুক্তিযোদ্ধা মনীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা তাঁরা মিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারসহ আরো অনেকেই ১৯৭১ সালের রণাঙ্গনের কথা স্মৃতিচারণ করেন।

এ ইউনিয়নের ৪জন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তারা হলেন, গিধাউষা গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কড়েহাকান্দা গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম দুলাল, সানিয়াপাড়া গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, পাছার গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

আর বিজয় ছিনিয়ে আনার পর স্বাধীনতার স্বাদ পুরোপুরি গ্রহণ না করে যারা পরপারে পাড়ি জমান তাঁরা হলেন, গৌরীপুর আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম সরকার, সহনাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল সোবহান আজাদ, সহনাটী গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় রাখাল চন্দ্র, হতিয়র গ্রামের বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় রতন চন্দ্র, কাশিচরন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জসীম উদ্দিন, ধোপাজাঙ্গালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিদ্দিক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ, টেংগাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম, ভালুকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসেম, রাইশিমুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই, ঘাটেরকোণা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজুল ইসলাম (চান মিয়া), পাত্রাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল লতিফ।

শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের লোকজন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে
সহনাটী ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি শামছুল হক, গিধাউষা হাসন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সহনাটী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।