বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মার্চ, ২০২৩
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ৫, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে গেল শনিবার (৪মার্চ ২০২৩) ‘ধর্ষণ-নিপীড়ন আর নয়’ ¯েøাগানে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ^ যৌন নিপীড়ন বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তরা বলেন, পরিবারেও এখন শিশুরা নিরাপদ নয়, শিক্ষাঙ্গনেও ছাত্রীরা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, পরিবহনে চলছে নীরব নিপীড়ন আর দেশজুড়ে ধর্ষণের চিত্র পত্রিকার পাতায়পাতায় স্থান করে নিয়েছে। এ যেন সর্বত্র এখন যৌন নিপীড়ন-ধর্ষণের ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। কলেজ-বিশ^বিদ্যালয়ে র‌্যাগিং মানেই শতশত ‘ফুলপুরী’কে হেনেস্তা করা হচ্ছে। এ থেকে পরিত্রাণে প্রশাসন-আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর অবস্থান প্রয়োজন।
বক্তব্য রাখেন গৌরীপুর স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, কবি অনামিকা সরকার, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, শিক্ষিকা নার্গিস আক্তার, ব্যবসায়ী অমিত সরকার, ক্লাব ৯৭ গৌরীপুরের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, স্বর্ণপদক বিজয়ী শিল্পী লাবিবা ইসলাম রুদিতা, শিল্পী পৃথা সরকার, নৃত্যশিল্পী তায়িবা জামান রায়ানা, অর্পিতা সরকার অর্পি, নাফিসা হাসান রিদি, তাসফিয়া জামান রাইসা, স্বজন শাহনেওয়াজ পারভীন শিউলী, অনিল সরকার, মো. সজিব খান, তাসাদদুল করিম, শামীম আনোয়ার প্রমুখ।