শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ মে, ২০২৩
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ৮, ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ণ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (৭ মে/২০২৩) অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কবিতা আবৃত্তি, হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বজন শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ- আমার মন ভুলায় রে’ দলীয় সংগীত মধ্য দিয়ে সংগীতানুষ্ঠান শুরু হয়। স্বজন শিল্পী সূচী দাসের কন্ঠে যদি তোর ডাক শুনে কেউ না আসে, শিল্পী অনামিকা সরকারে কন্ঠে তোরা যে যা বলিস ভাই, শিল্পী গোপা দাসের কন্ঠে ‘বড় আশা করে এসেছি গো, আশিকুর রহমান রাজিবের কন্ঠে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তিথি সরকারের কন্ঠে আয় তবে সহচরী। কবিতা আবৃত্তিতে সজিব খানের কন্ঠে সোনার তরী, শামীমা খানম মীনা আবৃত্তি করেন বীর পুরুষ।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, লুৎফা রূপা, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, স্বজন শ্যামলী রাণী দাস প্রমুখ।